




















নিষিদ্ধ পণ্যের তালিকা
আপডেট করা হয়েছে: ০২-০৮-২০২৫
কিছু পণ্যের ওপর বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা রয়েছে, যার ফলে বাংলাদেশ কাস্টমস এর রুলস অনুযায়ী সেই পণ্যগুলো আমদানি করা সম্ভব নয়। ওয়েবসাইটে এমন কোনো নিষিদ্ধ পণ্য সরাসরি অর্ডার করলে আপনার অর্ডারটি বাতিল করা হবে।
নিষিদ্ধ (আমদানি করা যাবেনা) পণ্যের তালিকাঃ
- ওয়াকিটকি
- গোল্ড
- SKD (আমদানি নিষিদ্ধ পণ্যের অংশ বিশেষ)
- ড্রোন ও ড্রোনের পার্টস
- ফার্নিচার (প্লাস্টিক ব্যতীত)
- গ্যাস লাইটার
- পাকিস্তানি ক্রিম
- সিকিউরিটি পণ্য: হাতকড়া, পিস্তল, বন্দুক
- মোবাইল ফোন
- অ্যাডাল্ট গুডস
- এলকোহলজাত পানীয়
এছাড়াও এখানে উল্লেখ না থাকলেও যদি বাংলাদেশ সরকার কর্তৃক কোন পণ্য নিষিদ্ধ ঘোষিত হয়, সেক্ষেত্রেও সেই পণ্য আমদানির সুযোগ নেই এবং E-Source BD আপনার অর্ডার বাতিল করার পূর্ণ অধিকার রাখে।